বেসিনে পানি আটকে গেলে দ্রুত যা করবেন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২২ জুন ২০২২

রান্নাঘর কিংবা ওয়াশরুমের বেসিনে পানি আটকে যাওয়ার সমস্যায় অনেকেই দুর্ভোগে পড়েন। এক্ষেত্রে অনেক সময় মিস্ত্রি ডেকে ঠিক করতে হয়! তবে খুব সহজেই এ সমস্যা থেকে নিস্তার পেতে পারেন। এজন্য কী করবেন জেনে নিন-

বেসিন বা সিঙ্কের নালির মুখ বন্ধ হয়ে এলে জমে থাকা পানি ও ময়লা দূর করতে কেউ ঢালেন সাবান, কেউ দেন অ্যাসিড। কেউ আবার শক্ত কাঠি দিয়ে খোঁচাখুঁচিও করেন।

তবে ভিন্ন এক উপায় আছে বেসিন বা সিঙ্ক পরিষ্কারের। আর তা হলো এ সময় নালির মধ্যে একটু হেয়ার রিমুভাল ক্রিম ঢেলে দিন। এতেই খুলে যাবে নালির মুখ!

সম্প্রতি মিসেস হিঞ্চ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বেসিনে পানি আটকে গেলে এই পদ্ধতি অনুসরণের কথা জানিয়েছেন।

ওই ব্যক্তির দাবি, শরীরের লোম ও চুল সাবান শ্যাম্পু ও অন্যান্য বর্জ্য পদার্থ একসঙ্গে মিশে দলা পাকিয়ে যাওয়ায় বন্ধ হয় নালির মুখ। হেয়ার রিমুভাল ক্রিম ঢেলে দিল চুল আলগা হয়ে আসে ও খুলে যায় নালি।

আর যদি সিঙ্কে তেল-চর্বি জমে আটকে যাওয়ার ভয় থাকে, তাহলে সপ্তাহে একবার বেকিং সোডা বেসিন বা সিঙ্কের পাইপের ভেতরে দিন। এরপর এককাপ সাদা ভিনেগার ঢেলে দিন।

এভাবে সারা রাত রাখুন। সকালে মাঝারি কুসুম গরম পানি ঢেলে দিন। এতে সিঙ্কের লাইন কখনো আটকে যাবে না।

জেএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।