ঠোঁটের কোণার কালচে দাগ দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৩ মার্চ ২০২২

বিভিন্ন কারণে ঠোঁট কালচে হতে পারে। যার মধ্যে ধূমপান অন্যতম। অনেকের আবার ঠোঁটের কোণায় কালো দাগ পড়ে যায়। যা বিশ্রি দেখায়।

এজন্য অনেকেই নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। যা দাগ আরও বাড়িয়ে দিতে পারে। তবে চাইলে ঠোঁটের কালচে দাগ থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন ঘরোয়া কয়েকটি উপায়ে-

>> লেবুতে থাকে প্রাকৃতিক ব্লিচিং অ্যাজেন্ট। যা ত্বকের যে কোনো ধরনের দাগ তুলতে সাহায্য করে। ঠোঁটের কালচে ভাব দূর করতে পাতিলেবু দিনে দু’বার করে ঠোঁটে ঘষে নিতে পারেন।

>> লেবুর সঙ্গে মধু মিশিয়ে নিলেও মিলবে উপকার। এজন্য এক চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ভালোভাবে ঠোঁটে ব্যবহার করনু। ঘণ্টাখানেক রেখে ঠোঁট ধুয়ে ফেলুন।

ঠোঁটের কোণার কালচে দাগ দূর করার উপায়

>> ত্বকের যত্নে হলুদ খুবই উপকারী। এক চা চামচ হলুদের সঙ্গে এক চা চামচ দুধ মিশিয়ে মিশ্রণটি ভালো করে ঠোঁটে লাগান। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে নিন।

>> গোলাপজলও ঠোঁটের কালচে দাগ তুলতে ব্যবহার করতে পারেন। এজন্য তুলোয় খানিকটা গোলাপজল নিয়ে ঠোঁটে আলতো করে মেখে নিন। আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

>> ঠোঁটের কালচে ভাব দূর করতে নারকেলও বেশ কার্যকরী। এজন্য নিয়মিত ঠোঁটে ব্যবজার করুন নারকেল তেল।

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।