কেন সাদা শাড়ি পরছেন আলিয়া?

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২:০৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২

সম্প্রতি সাদা শাড়িতেই বেশি দেখা যাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে। একের পরপর এক সফল ছবির উপহার দেওয়ার মাধ্যমে ২৮ বছরের এই অভিনেত্রীর অল্প সময়েই প্রমাণ করেছেন নিজেকে।

এবার আলিয়া ভাটকে দেখা যাবে সঞ্জয় লীলা বনসালর পরিচালনায় আসন্ন সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে। সম্প্রতি এই সিনেমার টিজার ও কয়েকটি গান ইউটিউবে প্রকাশ হওয়ার পর থেকেই আলোচনা চলছে আলিয়াকে নিয়ে। এই ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন আলিয়া, এমনটিই ধারণা করছেন নেটিজেনরা।

jagonews24

গাঙ্গুবাইয়ের চরিত্রের সঙ্গে খাঁপ খাওয়ানোর জন্য আলিয়া নিজেকে ভেঙেচুরে গড়িয়েছেন! ওজন বাড়ানো থেকে শুরু করে নিজস্ব স্টাইলেও পরিবর্তন আনতে হয়েছে তাকে।

কিছুদিন পরই মুক্তি পেতে চলেছে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমাটি। এখন চলছে সিনেমাটির প্রচারণার কাজ। সম্প্রতি আলিয়া ভাটকে শুধু সাদা রঙের শাড়িতেই দেখা যাচ্ছে। এর কারণ কী?

jagonews24

আসন্ন ছবিতে সাদা শাড়িতেই আলিয়াকে দেখা যাবে। এ কারণে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ মুক্তির আগে এই অভিনেত্রী শুধু সাদা শাড়িই পরছেন। প্রচারমূলক ইভেন্ট থেকে শুরু করে তার ইনস্টাগ্রাম প্রোফাইলের ছবিতেও আলিয়াকে শুধু সাদা শাড়িতেই দেখা যাচ্ছে।

সর্বশেষ তাকে দেখা গেছে সাদা-কালো শাড়ি পরতে। সিল্কের সাধারণ এই শাড়িতেও তাকে লেগেছে অসাধারণ। স্লিভলেস কালো ব্লাউজের সঙ্গে সাদা শাড়ি ও কালো পাড় বেশ অনবদ্য লুক ক্রিয়েট করে।

jagonews24

এর সঙ্গে তিনি পড়েছেন মেটালের ঝুমকো ও বড় একটি আংটি। ন্যাচারাল মেকআপ লুকে তিনি যেন শুভ্রতা ছড়াচ্ছেন। এর আগে তাকে দেখা গিয়েছিলো সাদার মধ্যে গোলাপি রঙা ফুলেল প্রিন্টের শাড়িতে।

jagonews24

ফুলেল প্রিন্টের ব্লাউজের সঙ্গে তাকে দেখাচ্ছিলো অসাধারণ। কপালে টিপ ও কানে সাদা মেটালের এক জোড়া দুল, এতেই অসামান্য লাগছিলো আলিয়াকে। চুলের খোঁপায় লাগানো ছিলো সাদা গোলাপ।

jagonews24

নতুন ছবির প্রচারণার জন্যই সাদা রঙের শাড়ি পরছেন আলিয়া। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমাটি ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে।

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।