আজ ‘কিছু না’ করার দিন!
সারাবছরই যারা কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আজ তারা কাজের সঙ্গে আড়ি করে নিন! কারণ আজ ‘কিছু না’ করার দিন।
কর্মজীবী ও ব্যস্ত মানুষেরা আজকের দিনে কাজ থেকে ছুটি নিন। এই সময়টুকু ব্যয় করুন পছন্দের কাজে, পরিবারের সঙ্গে কিংবা ভ্রমণে।
আজ ‘কিছু না’ দিন। ইংরেজিতে যাকে বলে হয় ‘নাথিং ডে’। ১৯৭৩ সাল থেকেই ন্যাশনাল নাথিং ডে’ পালিত হয়ে আসছে যুক্তরাষ্ট্রে।
যদিও দিবসটি পালন নিয়ে তেমন কোনো আনুষ্ঠানিকতা পালন হয় না। এই দিবসের প্রথম প্রস্তাব করেছিলেন প্রয়াত মার্কিন সংবাদপত্র কলামিস্ট হ্যারল্ড কফিন।
তার প্রস্তাবিত দিবসটি আজ জাতীয় দিবসগুলোর একটি। যারা সারা সপ্তাহের প্রতিদিনই ২৪ ঘণ্টা কাজ করেন তাদের জন্য আজকের দিনটি বরাদ্দ।
জানা গেছে, হ্যারল্ড কফিনের একটি সংগঠন ছিল ‘নাথিং অর্গানাইজেশন’ নামে। তারাই দিবসটির উদযাপন শুরু করে প্রথম।
কিছু না করার ধারণা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য হ্যারল্ড কফিন প্রতিষ্ঠা করেছিলেন সংগঠনটি।
স্বাভাবিকভাবেই সংগঠনটি কাজের কাজ কিছু করবে তা প্রত্যাশা না করাই ভালো। এ কারণে একটি মিটিংও করতে পারেনি এই সংগঠন।
জাতীয় ‘কিছু না’ দিবস আসলে একটি হাস্যকর অনুশীলনে পরিণত হয়েছে। একেবারে কিছুই না করার অর্থ কী, আপনার জানা আছে কী?
কিছু না করার দিন বলতে বোঝানো হয়েছে, আপনার ব্যস্ততা কমানো। প্রতিদিনের কর্মব্যস্ততা দূরে রেখে দিনটি আনন্দের সঙ্গে কাটানো।
সূত্র: ডেইস অব দ্য ইয়ার
জেএমএস/এএসএম