বিয়ের মৌসুমে বাহারি লেহেঙ্গা

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:৩১ এএম, ২২ ডিসেম্বর ২০২১

বিয়ের মৌসুমে বিশেষ কিছু ডিজাইনার লেহেঙ্গা কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন হাউজ ‘আবায়া অ্যান্ড গাউন’। শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর একটি স্বনামধন্য রেস্টুরেন্টে আবায়া অ্যান্ড গাউন আয়োজিত ‘দাওয়াত ই আবায়া অ্যান্ড গাউনে’ নতুন লেহেঙ্গার ঘোষণা দেন আয়োজকরা।

বিয়ে উপলক্ষ্যে ডিজাইনার লেহেঙ্গা কালেকশন সম্পর্কে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিসরাত জাহান পিংকি বলেন, ‘এই লেহেঙ্গাগুলো গতানুগতিক ধারা থেকে বেশ ভিন্ন ডিজাইনের।’

jagonews24

‘সাধারণত লেহেঙ্গা বলতে অনেকেই বুঝে এটি ভারী কোনো পোশাক যা পরতে অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে আমাদের লেহেঙ্গাগুলো যথেষ্ঠ কারুকাজ করা। এক কথায় গর্জিয়াস। তবে ওজনে একেবারেই হালকা।’

তিনি আরও বলেন, ‘এই লেহেঙ্গা পরলে যে কেউ আরামবোধ করবেন। আবার আমাদের দেশের লেহেঙ্গাগুলো থাকে সরাসরি ভারতীয় বা পাকিস্তানি ডিজাইনকে অনুসরণ করে। তবে আমরা এসব গতানুগতিক কোনো ট্রেন্ডকে অনুসরণ করিনি।’

jagonews24

‘বরং এর পাশাপাশি ‘আবায়া অ্যান্ড গাউন’ সম্পূর্ণ নিজস্ব কিছু থিম নিয়ে কাজ করছে। এগুলোর দামও সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন। এরই মধ্যে লেহেঙ্গাগুলো বেশ সাড়া ফেলেছে ক্রেতাদের মাঝে। বেশ ভালোই অর্ডার পাচ্ছি।’

এই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মারুফা জাহান বলেন, ‘প্রতি বছরই আমরা আবায়া অ্যান্ড গাউনের নির্বাচিত ক্রেতাদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়েজন করে থাকি।’

jagonews24

‘অনুষ্ঠানটি মূলত ক্রেতা-বিক্রেতাদের একটি আত্মিক বন্ধনের জায়গা। এখানে আমরাই যে শুধু ক্রেতাদের উপহার দেই তা নয় উল্টো অনেক ক্রেতা আমাদের জন্য উপহার নিয়ে আসে যা খুবই বিস্ময়কর ও আনন্দময়।’

জেএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।