রুক্ষ চুল সিল্কি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ এএম, ০৮ অক্টোবর ২০২১
ছবি-শাটারস্টক

নিয়মিত যত্নের অভাবে অনেকের চুলই রুক্ষ হয়ে যায়। অনেকে এ সমস্যা সমাধানে বাজারচলতি নানা ধরনের কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করেন। ফলে চুল হয়ে পড়ে আরও রুক্ষ।

আর এ কারণেই চুলের আগা ফাটা শুরু হয় ও চুল আর বড় হয় না। তবে এ সমস্যার সমাধান করে চুল সিল্কি করতে পারবেন ঘরোয়া এক উপায়ে।

এজন্য চুলে ব্যবহার করতে পারেন বিশেষ এক হেয়ার প্যাক। এই হেয়ার প্যাকটি সপ্তাহে ৩ দিন ব্যবহারেই পাবেন সিল্কি চুল।

এই প্যাক এক ঘণ্টা চুলে লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিতে পারেন। ভালো ফল পাওয়ার জন্য এক মাস নিয়মিত ব্যবহার করুন। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই বিশেষ হেয়ার প্যাক-

jagonews24

উপকরণ

১. কাঁচা ডিম ২টি
২. মধু ২ চা চামচ
৩. লেবুর রস ১টি
৪. নারকেল তেল ৩ চা চামচ

jagonews24

পদ্ধতি

প্রথমে ডিম ফাটিয়ে হলুদ অংশ বাদ দিয়ে শুধু সাদা অংশ নিন। একে একে মিশিয়ে দিন মধু, লেবুর রস ও নারকেল তেল।

এবার ভালো করে পুরো চুলে লাগিয়ে ঘণ্টাখানেক অপেক্ষা করুন। চুল শুকিয়ে এলে ভালো করে শ্যাম্পু করে নিন। অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না।

এই হেয়ার প্যাকটি সপ্তাহে তিনদিন করে ব্যবহার করবেন। ভালো ফল পেতে একমাস নিয়মিত এই হেয়ার প্যাক ব্যবহার করুন।

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।