এপেক্স ফাউন্ডারস ডে উপলক্ষে শিশুদের জন্য উপহার

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১

ফাউন্ডারস ডে উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল সু উপহার দিল এপেক্স ফুটওয়্যার লিমিটেড। ২৬ সেপ্টেম্বর (রোববার) সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ৫০০০ জোড়া জুতা বিতরণের ঘোষণা দেয় এপেক্স।

স্পৃহা বাংলাদেশ নামের একটা সামাজিক সংগঠনের মাধ্যমে কার্যক্রমটি সম্পন্ন করা হবে। এ প্রেক্ষিতে এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

জুতা হস্তান্তরের পর রায়েরবাজার বধ্যভূমিতে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে কিছু আনন্দঘন সময় অতিবাহিত করেন এপেক্স-এর কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ফুটওয়ারের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও রাজন পিল্লাই।

এছাড়া আরো উপস্থিত ছিলেন এপেক্স ফুটওয়ারের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার আরিফ শাহরিয়ার, জিএম, মার্কেটিং সাগনিক গুহ এবং হেড অব ব্রান্ড ইবনে আবু জায়েদ।

আসগর আলী সাবরী, নির্বাহী পরিচালক, স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনসহ স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবছর ফাউন্ডার্স ডে নামে এই আয়োজনের মাধ্যমে গ্রাহক ও সমাজের সকলের কাছে প্রতিষ্ঠাতার মানবিক আদর্শ এপেক্স পৌঁছে দেয়ার চেষ্টা করে থাকে।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।