টিকা নেওয়ার পরও যে ৫ ভুলে হতে পারে করোনা

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৭ জুলাই ২০২১

কোভিড টিকা গ্রহণের পরেও অনেকেই করোনায় আক্রান্ত হতে পারেন। এমনকি যারা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন; তারাও হতে পারেন সংক্রমিত।

বিশেষজ্ঞদের মতে, কোভিড ভ্যাকসিনগুলো ভাইরাসের বিস্তার এবং এর গুরুতর প্রভাব কমাতে পারলেও কোভিডের সংক্রমণ পুরোপুরিভাবে রোধ করতে পারে না।

তাই টিকা গ্রহণের পরেও করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। তবে যারা টিকা নেননি; তাদের তুলনায় আপনার লক্ষণ বা সমস্যা কম হবে।

তাই কোভিড টিকা নেওয়ার পরেও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। জেনে নিন ভ্যাকসিন নেওয়ার পরেও যে ৫ ভুলে হতে পারে করোনা সংক্রমণ-

মাস্ক না পরা

ভ্যাকসিন নেওয়ার পরে কোভিড সংক্রমণ আর হবে না! এমন ধারণা সম্পূর্ণ ভুল। কারণ টিকা গ্রহণের পরেও আপনি সম্পূর্ণ সুরক্ষিত নন।

jagonews24

ভ্যাকসিন সংক্রমণের সম্ভাবনা অনেকাংশে হ্রাস করে ঠিকই। তবে ভাইরাস থেকে একেবারে সুরক্ষিত রাখতে পারে না। তাই মাস্ক ছাড়াই কখনোই বাইরে যাবেন না।

ইমিউনিটি কম

যাদের শরীরে রোগ প্রতিরোধ কম; তাদের ঝুঁকি বেশি। গবেষণা এমনটিই বলছে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী; তাদের জন্য ভ্যাকসিন খুবই কার্যকরি। তবে যাদের ইমিউনিটি কম; তাদের ক্ষেত্রে ভ্যাকসিনগুলো পুরোপুরি সুরক্ষা দিতে পারে না।

সামাজিক দূরত্ব না মানা

দ্বিতীয় ঢেউয়ের পর করোনার তৃতীয় ঢেউ আসার কথাও শোনা যাচ্ছে। তাই সচেতন থাকা উচিত। টিকা নেওয়ার পরেও বিয়ে, পার্টি বা বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানেও সামাজিক দুরত্ব মানা জরুরি।

jagonews24

ভ্রমণ এড়িয়ে চলা

ভ্যাকসিন নেওয়ার পর যেখানে খুশি সেখানে ঘুরতে যেতে পারবেন, এমন ধারণা ভুল। দীর্ঘ দূরত্বে ভ্রমণ করা উচিত নয় এখন। কোভিডের ডেল্টা ভেরিয়েন্ট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তাই সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত।

বয়স এবং লিঙ্গ

বেশ কয়েকটি গবেষণায় জানা গেছে, নারী এবং বৃদ্ধদের করোনায় আক্রান্ত হলে গুরুতর অবস্থার মুখোমুখি হওয়ার ঝুঁকি বেশি। তাই টিকা নেওয়ার পরও স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করুন।

সূত্র: বোল্ডস্কাই/টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।