কাপড় থেকে তেলের দাগ তোলার সহজ উপায়
রান্না করতে গিয়ে বা অসাবধানতাবশত পোশাকে তেলের দাগ লাগতেই পারে। অনেকেই ভাবেন, পোশাকটি বোধ হয় একেবারেই নষ্ট হয়ে গেল!
এমন দাগ তোলা মোটেই খুব কঠিন কাজ নয়। পোশাকের রং অক্ষত রেখেই আপনি তেলের দাগ উঠাতে পারবেন সহজ উপায়ে-
যা যা প্রয়োজন-
১. লিকুইড সোপ
২. হাউড্রোজেন পারঅক্সাইড
৩. বেকিং সোডা
৪. টুথব্রাশ
দাগ তোলার উপায়
>> দাগ লাগার স্থানে সামান্য লিকুইড সোপ লাগিয়ে দিন। ছোট বাটিতে পানি নিয়ে তার মধ্যে সাবান লাগানো অংশ ডুবিয়ে ধুয়ে নিতে হবে।
একইভাবে আবারো লিকুইড সাবান মাখিয়ে স্থানটি ধুয়ে নিন। বেশিরভাগ ক্ষেত্রে এতেই দাগ চলে যায়। এরপরেও যদি দাগ না যায়; তাহলে লিকুইড সোপ আবার মাখিয়ে দিন দাগ লাগা জায়গায়।
এর উপরে কিছুটা হাইড্রোজেন পারঅক্সাইড ঢেলে দিতে হবে। এরপরে বেকিং সোডা দিয়ে চাপা দিতে হবে। টুথব্রাশ দিয়ে দাগ লাগা জায়গাটা হালকা করে ঘষতে হবে।
একবারে পুরো দাগ না উঠলে, কয়েক বার এ পদ্ধতি অনুসরণ করলেই কাপড় থেকে তেলের দাগ উঠবে দ্রুত। তবে দাগ পুরো না উঠলে কাপড়টি শুকানো যাবে না। তাহলে দাগ পাকাপাকিভাবে বসে যেতে পারে।
জেএমএস/এএসএম