কম সময়ে সুন্দর ত্বক পেতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৮ নভেম্বর ২০২০

ত্বক পরিষ্কার রাখা জরুরি। পাশাপাশি ত্বকে যেন সঠিকভাবে পুষ্টি পৌঁছায়, সেদিকেও নজর দিতে হবে। সারাদিন বাইরে থাকলে ঘরে ফেরার পর আপনার যেমন ক্লান্ত লাগে, তেমনই ক্লান্ত লাগে আপনার ত্বকেরও। সেই ক্লান্ত ত্বককে সতেজ করতে প্রয়োজন বাড়তি কিছু যত্নের। আবার হঠাৎ বাইরে বের হচ্ছেন কিন্তু ত্বক প্রাণহীন মনে হচ্ছে এমন সমস্যায়ও পড়তে হয় মাঝে মাঝে। তাই সবচেয়ে কম সময়ে সুন্দর ত্বক পেতে করণীয় জেনে নিন-

যাদের ত্বক তৈলাক্ত তারা বিশেষভাবে তৈরি ফোম বা জেল-বেসড ক্লিনজার দিয়ে প্রথমে দু’বার করে মুখ ধুয়ে ফেলুন। পানির ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নরম তোয়ালে দিয়ে চেপে বাড়তি পানিটুকু মুছে নিন।

Skin-3

এরপরের ধাপে তুলোয় করে পিউরিফায়িং টোনার নিয়ে মুখ মুছে ফেলুন। এতে তেলময়লা সম্পূর্ণ উঠে গিয়ে ত্বক পরিষ্কার হয়ে যাবে।

এরপরসারা মুখে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। মুখের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চার ব্যবহার করা কিন্তু অত্যন্ত জরুরি।

শুকনো, আর্দ্রতাহীন ত্বক পরিষ্কার করতে ক্রিমযুক্ত ভারী ক্লিনজার ব্যবহার করা হলো সবচেয়ে ভালো উপায়। তাতে ত্বক ঘুমের সময় প্রয়োজনীয় আর্দ্রতা পাবে।

Skin

খেয়াল করুন:

মুখ পরিষ্কার করার পর ভিটামিন ই যুক্ত হাইড্রেটিং টোনার দিয়ে মুখ মুছে নিতে হবে।

শুষ্ক ত্বকে বলিরেখা দ্রুত পড়ে, তাই অ্যান্টি-এজিং সিরাম ব্যবহার করবেন। এতে ত্বকে নতুন কোষ জন্মাবে।

একদম শেষ ধাপে, সিরাম পুরোপুরি ত্বকে শুষে যাওয়ার আগেই ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ত্বক সারারাত সতেজ আর আর্দ্র থাকবে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।