ডিম ছাড়াই প্যানকেক তৈরি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯

শীতের এই সময়টা পিঠা, স্যুপ, কেক খাওয়ার জন্য উপযুক্ত। কেউ কেউ ভালোবাসেন প্যানকেক। কিন্তু প্যানকেক ভালোবাসলেও ডিমের গন্ধ ঠিক পছন্দ নয় অনেকের। চিন্তা নেই, ডিম ছাড়াও তৈরি করা যায় প্যানকেক। কিভাবে? জেনে নিন-

উপকরণ:
ময়দা- ১ কাপ
লবণ-১ চিমটি
চিনি-১ চা চামচ
বেকিং পাউডার-২ চা চামচ
দারুচিনি গুঁড়া-১ চিমটি
তেল-১ টেবিল চামচ
গলানো গরম মাখন- ১ টেবিল চামচ
দুধ-১ কাপ
ভ্যানিলা এসেন্স- আধ চা চামচ।

Pancake

প্রণালি:
প্রথমে একটি বড় বাটিতে সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। অতিরিক্ত মেশালে প্যানকেক কিন্তু ফুলবে না। মিশ্রণটি আলাদা করে ৫ মিনিট রেখে দিন।

এরপর একটি ননস্টিক ফ্রাইপ্যান গরম করে নিন। আঁচ মাঝারি রাখুন। ৩০ থেকে ৪০ সেকেন্ড পর আঁচ কমিয়ে দিন। একটু মাখন ব্রাশ করে নিতে পারেন।

প্যানের ঠিক মাঝের অংশে একটি বড় চামচ দিয়ে প্যানকেকের ব্যাটার গোল করে ঢালুন ছড়াতে যাবেন না। নিজে থেকে যতটা ছড়াবে ঠিক ততটাই ছড়াতে দিন। এরপর চুলার আঁচ একটু বাড়িয়ে প্যানকেক ভাজতে থাকুন। কিছুক্ষণ পর প্যানকেকটি উলটে নিন। লালচে করে ভেজে নামিয়ে ফেলুন।

এরপর গরম গরম পরিবেশন করুন পছন্দের টপিং দিয়ে। চাইলে মধু, মেয়োনেজ, ফলমূল ও মিষ্টি দই দিয়ে পরিবেশন করতে পারেন।

এইচএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।