নতুন জুতা পরে পায়ে ফোসকা? সমাধান জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৬ জুন ২০১৯

শখ করে নতুন জুতা কিনেছেন। সেই জুতা পায়ে ঘুরেও বেড়িয়েছেন। কিন্তু বিপত্তি বাঁধলো দিনশেষে। জুতা খোলার পরে দেখা গেল আপনার শখের জুতাজোড়াই বারোটা বাজিয়েছে আপনার পায়ের। অর্থাৎ ফোসকা পরে পায়ের অবস্থা করুণ।

একবার ফোসকা পড়লে পরবর্তী দুই-তিন দিন হাঁটাচলা করাটাই মুশকিল হয়ে পড়ে। এমন অবস্থায় কয়েকটি উপায়ে চটপট ফোসকা সারিয়ে তোলা যায়। চলুন জেনে নেয়া যাক-

ফোসকা সারিয়ে তুলতে বেশ কাজে দেবে মধু। নতুন জুতার ঘষায় ফোসকা পড়লে ফোসকার জায়গায় দিনে অন্তত তিনবার মধু লাগিয়ে দেখুন। এতে ফোসকা দ্রুত শুকিয়ে যাবে।

Paa

সরিষার তেল নানারকম কাজে লাগে। নতুন জুতা পরার আগে পায়ে ভালো করে সরিষার তেল বা নারিকেল তেল মেখে নিন। এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

নতুন জুতার ঘষায় ফোসকা পড়লে ফোসকার জায়গায় অ্যালোভেরা জেল লাগান। এতে পায়ের ফোসকা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

জুতার চামড়ার যে জায়গাগুলো খুব শক্ত, পায়ে ঘষা লেগে ফোসকা পড়তে পারে, সেখানে ভেসলিন লাগিয়ে রাখুন। এতে জুতার ওই জায়গাগুলো কিছুটা নরম হয়ে যাবে। কমবে ফোসকা পড়ার ঝুঁকিও।

Paa

জুতার যে জায়গাগুলো খুব শক্ত, সেই জায়গাগুলোতে টেপ দিয়ে স্পঞ্জ লাগিয়ে দিন। এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

সামান্য পানির সঙ্গে কিছুটা আটা গুলে থকথকে অবস্থায় ফোসকার উপর লাগান। এতে পায়ের ফোসকা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

Paa

অনেকে পায়ে ফোসকা পড়লে তা ফাটিয়ে দেন। ভুলেও এই কাজটি করতে যাবেন না। কোনো কারণে ফোসকা যদি ফেটেও যায় সেক্ষেত্রে ক্ষতস্থানে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে ঢেকে রাখতে হবে।

এইচএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।