হাঁড়ির পোড়া দাগ তোলার সবচেয়ে সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২২ এপ্রিল ২০১৯

রান্না করতে গিয়ে একটু অসাবধানেই ভাত-তরকারি পুড়ে যেতে পারে। তাতে সাধের রান্না তো নষ্ট হয়ই, সবচেয়ে বেশি ক্ষতি হয় হাঁড়ির। হাঁড়িতে পোড়া দাগ এমনভাবে বসে যায় যে তা তুলে ফেলা কষ্টকর হয়ে পড়ে। বেশিরভাগ সময়ই হাল ছেড়ে দিতে হয়। সেই পোড়া দাগওয়ালা হাঁড়িই ফের ব্যবহার করতে হয়।

আরও পড়ুন: ভাত না রুটি, কোনটি বেশি উপকারী?

আজ শিখে নিন এমন একটি সহজ উপায় যাতে হাঁড়ির পোড়া দাগ উঠবে নিমিষেই। জেনে নিন সেজন্য কী করতে হবে-

Hari-2

যা যা লাগবে:

সাদা ভিনেগার
বেকিং সোডা
পানি ও
স্পঞ্জ।

যেভাবে করবেন:

পুড়ে যাওয়া হাঁড়িটি পানি দিয়ে ভরে ফেলুন। দাগের গভীরতা উপর নির্ভর করবে পানির পরিমাণ। দাগ বেশি হলে পানির পরিমাণ বেশি দিবেন। এরসাথে এক কাপ ভিনেগার দিয়ে দিন। ভিনেগারের পরিমাণটিও নির্ভর করবে পোড়া দাগের উপর। ছোট হাঁড়ি বা অল্প পোড়া দাগের জন্য অল্প ভিনেগার ব্যবহার করুন।

Hari

এবার এটি চুলায় জ্বাল হতে দিন। লক্ষ রাখুন পোড়া দাগ নরম হয়ে আসলে নামিয়ে ফেলুন।

চুলা থেকে হাঁড়িটি নামিয়ে এতে ২ থেকে ৩ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। বেকিং সোডা বুদ বুদ হওয়ার পর্যন্ত অপেক্ষা করুন।

এবার একটি স্পঞ্জ দিয়ে প্যানটি ঘষুন। দেখবেন খুব সহজে পোড়া দাগ উঠে আসছে। খুব বেশি জেদী দাগ হলে এর উপর আবার কিছুটা

Hari-4

আরও পড়ুন: কফির এই ব্যবহারগুলো জানতেন?

বেকিং সোডা ছিটিয়ে দিন। তারপর কিছুক্ষণ ঘষুন। যত জেদী দাগ হোক না কেন তা দূর হয়ে যাবে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।