প্রেগন্যান্সির সময় ত্বকে সমস্যা? সমাধান জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৮ এপ্রিল ২০১৯

মা হওয়ার মধ্য দিয়েই পূর্ণতা পায় নারীত্বের। কিন্তু মা হওয়ার পুরোটা সময় নারীকে শারীরিক নানা জটিলতা ও ব্যথা-বেদনার মধ্য দিয়ে যেতে হয়। সন্তান গর্ভে আসার পর মানসিক ও শারীরিক দুই ক্ষেত্রেই মেয়েদের বড় পরিবর্তন আসে।

সেইসঙ্গে অন্তঃসত্তা থাকা অবস্থায় মহিলাদের ত্বকেও বেশ কিছু সমস্যা দেখা যায়। মূলত হরমোনজনিত কারণেই এই সমস্যা দেখা যায়।

এই সময় খুব বেশি রাসায়নিক ক্রিম ব্যবহার করা যায় না। যখন-তখন ইচ্ছা মতো ওষুধসেবনও ঠিক নয়। তা হলে এই ধরনের ত্বকের সমস্যায় কি কিছুই করার উপায় নেই?

Pregnant

বিশেষজ্ঞদের মতে, এই সময় কিছু বাড়তি সতর্কতা হবু মাকে নিতেই হয়। এমন কোনো দ্রব্য ব্যবহার করা যায় না, যা তার শরীর ও ত্বকের ক্ষতি করতে পারে। কারণ, তার উপরেই নির্ভর করবে গর্ভস্থ শিশুর স্বাস্থ্য।

জেনে নিন অন্তঃসত্ত্বা নারীর ঠিক কী কী ত্বকের সমস্যা হয় আর সেই সমস্যাগুলির সমাধান কী-

প্রেগন্যান্সির সময় ব্রনের সমস্যা হয়। তাই এই সময়ে স্যালিসিক অ্যাসিড, বেনজয়েল পেরোক্সাইড, টপিকাল রেটিনয়েডস এবং রেটিনল যুক্ত কোনো প্রডাক্ট ব্যবহার করবেন না।

ত্বকের অতিরিক্ত পরিমাণ তেল দূর করতে কোনো হালকা ক্লিনজার ব্যবহার করুন। টপিকাল অ্যান্টিবায়োটিক যুক্ত প্রডাক্ট ব্যবহার করতে পারেন। এইগুলি রোজ রাতে ব্যবহার করা ভালো।

প্রেগন্যান্সির সময়ে পিগমেন্টেশনের সমস্যায় ভোগেন অধিকাংশ নারী। মেলাসমা বা স্কিন ডালনেস এই সময়ে হয়েই থাকে।

Pregnant

ত্বকের উপর বাদামি ছোপ ছোপ দাগ হয়। সকালে ভিটামিন সি যুক্ত ক্রিম ব্যবহার করুন। ভিটামিন সি-যুক্ত সিরামও ব্যবহার করলে ফল পাবেন।

অ্যাজেলাইক অ্যাসিড বা আলফা হাইড্রক্সি অ্যাসিড-যুক্ত প্রোডাক্ট ব্যবহার করলে পিগমেন্টেশন বা ত্বকে বাদামি ছোপ অনেকটাই এড়ানো যাবে।

প্রায় প্রত্যেক অন্তঃসত্ত্বা নারীর মধ্যে র্যাশ-এর সমস্যা দেখা যায়। সমস্যাটি বিরল নয়। তবে এই সমস্যায় নাজেহাল হলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন। এই সময়ে ত্বকে হেয়ার গ্রোথের পরিমাণ বাড়ে। হরমোন অসামঞ্জস্যের জন্য এই সমস্যা হয়। আবার চুল পড়ে যাওয়ার সমস্যাতেও ভোগেন অনেকে।

এই সময়ে ডায়েটে ভিটামিন ও পুষ্টির পরিমাণে যাতে ভারসাম্য থাকে সেদিকে নজর দেওয়া জরুরি। এছাড়া যথেষ্ট পরিমাণে ঘুম হওয়া ও চিন্তামুক্ত থাকা এই সময়ে জরুরি।

তবে এই সময় শরীরের কোনো ছোটখাটো সমস্যা হলেও নিজের ইচ্ছামতো চিকিৎসা করবেন না। বরং ডায়েট চার্ট ও চিকিৎসকের পরামর্শ মতো হালকা কোনো ব্যায়ামের উপর জোর দিন। ত্বকের তেমন কোনো সমস্যা হলেও ত্বকবিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ নিন।

আনন্দবাজার/এইচএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।