অফিসের ডেস্ক সাজাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৮

প্রিয় বাড়িটা সুন্দর করে সাজাতে চান সবাই। কারণ দিনশেষে সেখানেই মেলে প্রশান্তির বিশ্রাম। কর্মজীবীদের ক্ষেত্রে পুরো দিনটা কাটাতে হয় অফিসেই। অথচ অফিসের ডেস্ক সাজানোর জন্য তেমন কোনো ভাবনা থাকে না অনেকেরই। তাইতো পুরনো কাগজপত্রসহ নানাকিছু মিলে ডেস্কটাকে নোংরা করে রাখে। আর এর প্রভাব পড়ে আপনার কাজে। স্বাভাবিকভাবেই অপরিচ্ছন্ন জায়গায় বসে কাজে মন দেয়া সম্ভব নয়। তাই অফিসের ডেস্ক সুন্দর করে সাজিয়ে তুলুন। চলুন জেনে নেই করণীয়-

jagonews

অফিসের ডেস্কে দুই-তিনটি ড্রয়ার নিশ্চয়ই বরাদ্দ আছে আপনার জন্য? তার মধ্যে একটিতে বাড়তি এক সেট পোশাক, শাল/ জ্যাকেট, রেনকোট, ময়েশ্চরাইজার, লেন্সের সলিউশন এবং একটি কেস ইত্যাদি রাখুন অবশ্যই। বাকি ড্রয়ারগুলিতে অফিসের জরুরি কাগজপত্র, ফাইল ইত্যাদি গুছিয়ে রাখুন। জিনিসপত্র রাখার জায়গার অভাব হলে সাহায্য নিতে পারেন ডিট্যাচেবল হুকের, মনিটরের পিছনের দেওয়ালে তা লাগিয়ে জিনিসপত্র রাখতে পারেন।

ডেস্কের উপরটা ফাঁকা রাখুন। তা না হলে দেখবেন কাজে মন বসাতেও অসুবিধে হচ্ছে। কোনো অপ্রয়োজনীয় কাগজ ডেস্কে রাখবেন না। কলম ইত্যাদি রাখার জন্য হোল্ডার ব্যবহার করুন। অনেকেই জরুরি নোট সফট বোর্ডে বা মনিটরের প্যানেলে লাগিয়ে রাখেন, কাজ হয়ে গেলে সেগুলি খুলে ফেলে দিন। তা না হলে নোটের চাপে সফট বোর্ড মুখ লুকাবে।

jagonews

বদ্ধ এবং কৃত্রিম আলোয় উজ্জ্বল অফিস স্পেসে যদি কিছু গাছ রাখা যায়, তা হলে মন আর চোখ তৃপ্তি পায়। আপনিও ডেস্কে গাছ বা ফুল রাখতে পারেন। নার্সারিতে গিয়ে জেনে নিন কোন গাছ অল্প আলো-বাতাস ও যত্নেও ভালো থাকে। যত্নে সাজানো ডেস্কে কাজ করতে আর অলসতা লাগবে না।

এইচএন/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।