চুল ভালো রাখতে যা করবেন না

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৮ মার্চ ২০১৮

সুন্দর চুলের জন্য প্রত্যেকেই চুলের যত্ন নিয়ে থাকেন! কিন্তু আমাদের প্রতিদিনের কিছু কাজের মধ্যেই লুকিয়ে রয়েছে এমন কিছু বিষয়, যা আমাদের চুলের পক্ষে ক্ষতিকারক। দেখা গেল উপকার হবে ভেবে করতে গিয়ে হচ্ছে ক্ষতি! চলুন জেনে নেই কী সেই কাজ-

অনেক সময়ই সকালের নাস্তা ঠিকভাবে করা হয় না। কিন্তু সকালের খাবার না খেলে চুলের বৃদ্ধি ঠিকমতো হয় না। আমাদের দেহের প্রয়োজনীয় ভিটামিন কিন্তু এই প্রাতরাশের মাধ্যমেই দেহে আসে।

মেয়েরা শক্ত করে চুল বাঁধলে চুলের ক্ষতি হতে পারে। চুলের গোড়া ভেঙে যেতে পারে! চুলের বৃদ্ধিও ব্যাহত হয়।

অনেক সময় আমাদের ভালো করে ঘুম হয় না। এই ঘুম না হওয়ার ফলে চুল উঠে যেতে পারে।

ভেজা চুল একদম আঁচড়াবেন না। ভেজা চুল আঁচড়ানোর ফলে, চুল উঠে যাওয়ার সম্ভবনা থাকে।

চুলে রং করলে চুল পড়ে যাওয়ার সম্ভবনা থাকে। চুল রং করানোর আগে সাবধান হওয়া ভালো। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

চিরুনির গঠনের ওপর চুল পড়া নির্ভর করে। তাই চিরুনি কেনার আগে যাচাই করে নিন।

গরম পানিতে গোসল করবেন না। গরম পানিতে চুলের ক্ষতি হয়।

এইচএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।