ফেসিয়ালের পর যা করবেন না

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ০৭ মার্চ ২০১৮

ত্বকের যত্নে ফেসিয়াল করে থাকেন অনেকেই। ফেসিয়াল করা যেমন গুরুত্বপূর্ণ তার চেয়েও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আপনার ফেসিয়ালের পর কী করনীয় তা জানা। যদি না জানেন তবে কিন্তু ফেসিয়ালের ফলাফল আপনারা ভালোভাবে পাবেন না। এমনকি ত্বকের ক্ষতিও হতে পারে!

কোনো প্রোগ্রামে যদি ভারী মেকআপ নিতে চান তবে ফেসিয়াল অন্তত একদিন আগে করবেন। কারণ ফেসিয়াল করার পরপর যদি মেকআপ করা হয় ত্বকের অনেক ধরণের সমস্যা হতে পারে। আর ফেসিয়ালের পর যখন আপনি মেকআপ করবেন অবশ্যই আগের ব্যবহৃত মেকাপ ব্রাশ, ব্লেন্ডার পরিষ্কার করে নিবেন।

যেদিন ফেসিয়াল করাবেন সেদিনই ফেসিয়ালের পরপর জিমে যাওয়া থেকে বিরত থাকুন।

এক্সফলিয়েটর অথবা স্ক্রাব ব্যবহার করতে হয় সপ্তাহে ২/৩ বার। এর থেকে বেশি করা হলে ত্বকের ক্ষতি হতে পারে। ফেসিয়াল করার সময় দেখা যায় এক্সফলিয়েটর/ স্ক্রাব ব্যবহার করা হয়ে থাকে। তাই অন্তত ৩-৪ দিন অবশ্যই এক্সফলিয়েটর/ স্ক্রাব ব্যবহার করবেন না।

যদি আপনি মুখে কোন প্রকার ওয়াক্সিং কিংবা লেজার ট্রিটমেন্ট করাতে চান তবে অবশ্যই ফেসিয়াল করার পরে এক সপ্তাহ অপেক্ষা করুন।

ফেসিয়ালের পর কিছুদিন পর্যন্ত সূর্যের তাপে না যাওয়ার চেষ্টা করবেন। আর রোদে বের হতে হলে সানস্ক্রিন ব্যবহার করুন।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।