পারফিউম কেনার আগে যা দেখে নেবেন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০৫ মার্চ ২০১৮

নিজেকে সতেজ রাখতে আমাদের নানা প্রচেষ্টা। তারই অংশ হলো পারফিউম। কৃত্রিম সুঘ্রাণে নিজেকে সুবাসিত করার অনন্য মাধ্যম হলো এই পারফিউম। কিন্তু হুটহাট কিনে ফেললেই হবে না, পারফিউম কেনার আগে কিছু বিষয়ের দিকে নজরও রাখতে হবে। চলুন সেগুলো জেনে নেই-

হাতে স্প্রে করে নয়, পারফিউম কেনার আগে স্মেলিং স্ট্রিপেই স্প্রে করে গন্ধ শোঁকাই উচিত। এই পদ্ধতির নাম ‘টপ কোট’।

এক জায়গায় দু’বার স্প্রে করবেন না। এতে পারফিউমের আসল গন্ধ পাবেন না।

বিভিন্ন গন্ধের পারফিউম পর পর স্প্রে করবেন না। এতে গন্ধ বুঝতে সমস্যা হয়।

অনেকে পারফিউমের উপরের লেখা দেখে পারফিউমের ব্যপারে ধারণা তৈরি করে নেন। একশোটির বেশি উপাদান দিয়ে তৈরি হয় পারফিউম, যার প্রত্যেকটির নাম উল্লেখিত থাকে না পারফিউমের বোতলের গায়ে।

পারফিউমে ব্যবহৃত তরলের পরিমাণ দেখে তার পরেই সেটি কিনবেন। ২০-৪০ শতাংশ ঘনত্বযুক্ত তরলই পারফিউমের জন্য আদর্শ।

একই পারফিউমের সুগন্ধ এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম লাগবে। কারণ স্বাভাবিক দেহগন্ধের সঙ্গে বিক্রিয়ায় সেই সুগন্ধি ভিন্ন ভিন্ন গন্ধে প্রতিভাত হবে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।