ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

ব্ল্যাকহেডস নাকের পাশে, থুতনিতে এবং কপালে জায়গাগুলোকে কালচে করে ফেলে। পরে এগুলো শক্ত হয়ে ত্বকের ছিদ্রপথ বন্ধ করে দেয়। এগুলোই ব্ল্যাকহেডস নামে পরিচিত। ব্ল্যাক হেডস দূর করার জন্য নিয়মিত ফেসিয়াল করতে হয়। পার্লারে গিয়ে ফেসিয়াল করা সময় ও খরচসাপেক্ষ। তাই চাইলে ঘরে বসেই সমাধান করতে পারেন এই সমস্যার।

প্রথমে ত্বকের মরা চামড়া যেগুলো ত্বকের ছিদ্রপথ বন্ধ করে দিচ্ছে সে গুলা দূর করার জন্য ডিপ ফেস ক্লিনার ব্যবহার করুন। এরপর গরম পানির ভাপ দিয়ে ১০-১৫ মিনিট স্ট্রিম করুন। এতে ব্ল্যাকহেডস নরম হয়ে যাবে। পরে ফেসওয়াস দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। এভাবে নিয়মিত করলে ফল পাবেন।

এক কাপ পানিতে ৪ টেবিল চামচ বেকিং সোডা পেস্ট করে মুখে লাগান। প্যাকটি ১০-১৫ মিনিট রাখুন পরে ভালো করে হালকা কুসুম গরম পানিতে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এতেও আপনি উপকার পাবেন।

দাঁত মাজার পেস্টের সাথে লবণ ও লেবু মিশিয়ে ব্রাশ দিয়ে আক্রান্ত এলাকা করে ঘষলেও ব্ল্যাকহেডস দূর হয়।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।