টিপের আঠার রাসায়নিকে হতে পারে চর্মরোগ

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৪ অক্টোবর ২০২৫
অভিনেত্রীদের ইনস্টাগ্রাম থেকে

বাঙালি নারীদের সাজের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো টিপ। শাড়ি হোক বা সালোয়ার, একটা টিপ না পরলে যেন সাজ সম্পূর্ণ হয় না। কপালে ছোট্ট একটা টিপ পুরো সাজকে বদলে দিতে পারে। তবে টিপ কেনার সময় দেখেশুনেই কিনতে হবে। কারণ টিপের আঠায় এমন কিছু রাসায়নিক থাকে যা থেকে চর্মরোগের আশঙ্কা বাড়ে। এমনটাই জানিয়েছেন ভারতীয় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গীতিকা শ্রীবাস্তব। এছাড়া ‘ বিন্দি লিউকোডার্মা’ নিয়ে সতর্ক করছেন।

ত্বকের জন্য বিপজ্জনক টিপের আঠা
টিপের আঠায় ‘পি-টার্শিয়ারি বিউটাইল ফেনল’ নামে এক ধরনের রাসায়নিক পাওয়া গেছে, যা দীর্ঘ সময় ত্বকের সংস্পর্শে থাকলে সেখানকার মেলানোসাইট কোষ নষ্ট করে দেয়। মেলানোসাইট কোষে থাকা মেলানিন নামক রঞ্জক পদার্থ, যা ত্বকের রং নির্ধারণ করে। মেলানোসাইট নষ্ট হতে থাকলে, ত্বকের স্বাভাবিক রং নষ্ট হয়ে যায়। তখন সেখানে র‌্যাশ হয়ে দাগ পড়তে পারে। এমনকি ফোসকা পড়ে। ত্বকের এই সমস্যাগুলো লিউকোডার্মা বলা হয়। অনেক সময়ে শ্বেতির মতো চর্মরোগও দেখা দিতে পারে।

এছাড়া টিপের আঠার কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হওয়ার ঝুঁকিও বাড়ে। টিপের আঠার স্পর্শে ত্বক লাল হয়ে যায়, চুলকাতে থাকে, জ্বালা করে, জায়গায় জায়গায় ফুলে যায়। এটিকে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলা হয়। এছাড়া অ্যালার্জির সমস্যাও হতে পারে।

টিপের আঠার রাসায়নিকে, হতে পারে চর্মরোগ

যা করবেন
১. আঠা দেওয়া টিপের পরিবর্তে কুমকুম ব্যবহার করতে পারেন। বাড়িতে উদ্ভিজ্জ বা খনিজ রঞ্জক পদার্থ দিয়ে তৈরি টিপ পরতে পারেন।

২. টিপ পরার পর যদি ত্বকে চুলকানি, লালচে ভাব বা জ্বালা শুরু হয় তাহলে টিপ পরা বন্ধ করে দিতে হবে।

৩. নতুন কোনো টিপ পরার আগে কনুইয়ের কাছে বা কানের পেছন দিকে লাগিয়ে রাখুন, অ্যালার্জির প্রতিক্রিয়া হলে সেই টিপ না পরাই ভালো।

৪. আঠা লাগানো টিপ বেশিক্ষণ পরে থাকবেন না। টিপ তোলার পরে ত্বকে লেগে থাকা আঠা ভালো করে পরিষ্কার করে নিন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন:
অফিসের এসি ব্যবহারে শরীরের ৭টি মারাত্মক ক্ষতি
নতুন জুতা পরে পায়ে ফোসকা? ভোগান্তি এড়ানো সম্ভব সহজেই

এসএকেওয়াই/কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।