এবার পহেলা বৈশাখে কী পরবেন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৩ এপ্রিল ২০২৫

বাংলা নববর্ষ মানেই প্রাণের উৎসব, রঙিন সাজ, বর্ণিল আয়োজন আর বাঙালিয়ানার গর্ব। কিন্তু পহেলা বৈশাখ সাধারণত এপ্রিলের উদযাপিত হয়। এসময় আবহাওয়া থাকে বেশ গরম। তাই পোশাক নির্বাচন হতে হবে আরামদায়ক, হালকা। তবে আরামের সঙ্গে বাঙালিয়ানাও থাকতে হবে পোশাকে।

আসুন দেখে নেওয়া যাক এই গরমে নববর্ষ উদযাপনে নারী, পুরুষ ও শিশুরা কোন ধরনের পোশাক স্বাচ্ছন্দ্যে পরতে পারেন-

বিজ্ঞাপন

নারীর পোশাক: ফ্যাশন ও আরামের ভারসাম্য

সুতি শাড়ি
পহেলা বৈশাখে লাল-সাদা রঙের সুতি শাড়ির কদর চিরকাল। সুতি কাপড় শরীরের ঘাম শুষে নেয় এবং আরাম দেয়। হালকা তাঁতের শাড়ি বা হ্যান্ডলুম কটনও হতে পারে ভালো বিকল্প। লাল-সাদা ছাড়াও এর সঙ্গে বিভিন্ন উজ্জ্বল রঙের মিশেলের সুতি শাড়ি বেছে নিতে পারেন। ব্লাউজ এক কালার লাল দিয়ে পরলে বেশ ভালো লাগবে।

সালোয়ার কামিজ/কুর্তি
যারা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তারা লুজ ফিটিংয়ের সুতি সালোয়ার কামিজ বা কুর্তি পরতে পারেন। কাঁধ, গলা ও হাতার ডিজাইন একটু উন্মুক্ত হলে গরম কম লাগবে। লাল, সাদা, অফ-হোয়াইট, হলুদ, কমলা বা পাটের রঙের মিশ্রণে ব্লক প্রিন্ট বা হাতের কাজ করা পোশাক বেশি মানায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

অ্যাকসেসরিজ ও সাজ
খোঁপা বা বিনুনিতে গাঁদা বা রজনীগন্ধার ফুল, হাতে চুড়ি, কানে ঝুমকা আর মুখে হালকা মেকআপ পহেলা বৈশাখের সাজকে সম্পূর্ণ করে।

পুরুষদের পোশাক: ঐতিহ্য ও স্বাচ্ছন্দ্যের মিশেল

পাঞ্জাবি ও পায়জামা/জিন্স
সুতি বা খাদি কাপড়ের পাঞ্জাবি সবচেয়ে উপযুক্ত। অফ-হোয়াইট বা সাদা পাঞ্জাবির ওপর লাল কাঁথা বা ব্লক প্রিন্ট নকশা পহেলা বৈশাখের ফ্যাশনকে ফুটিয়ে তোলে। সঙ্গে মানানসই পায়জামা বা হালকা জিন্স পরা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কুর্তা ও লুঙ্গি/ধুতি
অনেকেই এবার নতুন ধাঁচে ধুতি-কুর্তার দিকে ঝুঁকছেন। ধুতি বা লুঙ্গি থাকলে তা অবশ্যই হালকা সুতি এবং ঢিলেঢালা হওয়া উচিত। গলায় রঙিন গামছা বা পাতলা স্কার্ফ গরমে ঘাম মুছতে যেমন কাজে দেয়, তেমনি স্টাইলেও বাড়তি মাত্রা যোগ করে।

শিশুদের পোশাক: আরাম আগে, ফ্যাশন পরে

ছেলে শিশুদের জন্য
হালকা রঙের সুতি পাঞ্জাবি ও থ্রি-কোয়ার্টার/প্যান্ট ভালো বিকল্প। কাপড় যেন ঘাম শোষণক্ষম ও ঢিলেঢালা হয়, তা নিশ্চিত করতে হবে।

মেয়ে শিশুদের জন্য
সুতি ফ্রক, টপ-স্কার্ট, অথবা কুর্তি-লেগিংস হতে পারে উপযুক্ত। সুতির গায়ে ফুলেল প্রিন্ট বা ছোট ছোট এমব্রয়ডারি হলে তা দেখতে বেশ ভালো লাগে।

বিজ্ঞাপন

জুতা ও এক্সেসরিজ
আরামদায়ক স্যান্ডেল বা কেডস পরানো উচিত। শিশুরা সাধারণত দৌড়াদৌড়ি করে, তাই পোশাক ও জুতা যেন চলাফেরায় বাঁধা না দেয়।

পোশাক নির্বাচন ও ফ্যাশনের যেসব বিষয়ে নজর রাখবেন-

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

১. কাপড়ের ধরন: খাঁটি সুতি, খাদি, লিনেন বা মলমল কাপড় গরমের জন্য সবচেয়ে উপযোগী।
২. রং নির্বাচন: উজ্জ্বল রঙ যেমন লাল, কমলা, হলুদ, ও হালকা রঙ যেমন অফ-হোয়াইট, হালকা নীল বা পাটের রঙ গরমেও ভালো লাগায়।
৩. ঢিলেঢালা কাট: চামড়া লেগে থাকা পোশাক নয়, বরং হালকা ফ্লোই কাপড় ও ঢিলেঢালা কাট গরমে আরাম দেয়।
৪. ঘামের বিষয় বিবেচনা: পোশাকে লাইনের সংখ্যা, ফ্যাব্রিকের বায়ুশক্তি এবং হাতা/গলার কাট বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।