শেষ সময়ের ঈদ কেনাকাটায় খেয়াল রাখুন

ঈদ মানেই খুশি আর আনন্দ। দীর্ঘ এক মাস রোজা রাখার পর পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতে উঠবেন সবাই। তাইতো চলছে প্রস্তুতি। ঈদের খুশিকে দ্বিগুণ করতে শেষ সময়ে নিজের ও প্রিয়জনদের জন্য উপহার কিনতে ব্যস্ত সময় পার করছেন সবাই। খুশির দিনটি আরও বিশেষ করে তুলতে চেষ্টার কমতি থাকে না কারোরই।
দরজায় কড়া নাড়ছে আনন্দের ঈদ। তাইতো সবাই ব্যস্ত শেষ প্রস্তুতিতে। এসময় মার্কেটগুলোতে বেড়ে যায় চাপ। তাই কিছু কিনতে যাওয়ার আগে বিশেষ সর্তকতা অবলম্বন করা জরুরি। একটু অসতর্ক হলেই নষ্ট হতে পারে আপনার কষ্টের অর্জিত টাকা। তাই কেনাকাটা করতে যাওয়ার আগে সতর্কতার পাশাপাশি পূর্ব পরিকল্পনা জরুরি।
চলুন জেনে নেই ঈদের কেনাকাটায় কোন কোন বিষয়ে সতর্কতা মেনে চললে কেনাকাটা হবে ঝামেলামুক্ত ও আনন্দদায়ক।
বাজেট তৈরি করুন
কেনাকাটার আগেই বাজেট তৈরি করুন। কি কি কিনবেন সেই লিস্ট আগেই তৈরি করে নিন। এতে করে কেউ বাদ পড়ার সম্ভাবনা থাকবে না। আর আপনি সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পারবেন।
- আরও পড়ুন:
- ‘সন্তানের মুখের দিকে তাকিয়ে মার্কেটে এসেছি’
- জমজমাট রাজধানীর শপিংমল-খোলা মার্কেট
- ছুটির দিনে জমজমাট নিউমার্কেট, খুশি বিক্রেতারা
মার্কেট নির্ধারণ
শেষ সময়ে ভিড় অনেক বেশি থাকে। স্বস্তি পেতে আপনি বেছে নিতে পারেন বাসার আশপাশের মার্কেট। এতে আপনার কষ্ট কমার পাশাপাশি সময়ও বাঁচবে। দ্রুত আর ঝামেলাহীন শপিং করার জন্য এটা হতে পারে উত্তম পরিকল্পনা।
বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে রাখুন
শপিংয়ে যাওয়ার সময় বন্ধু বা পরিবারের কাউকে নিয়ে সঙ্গে নিতে পারেন। এতে করে দ্রুত কেনাকাটা করতে পারবেন। কোনো কিছু কেনার আগে কনফিউশন থাকলে সেটাও দূর করতে পারবেন। এমনকি শপিং ব্যাগগুলো নেওয়ার জন্যও কাউকে পাবেন।
দাম যাচাই
ঈদের বাজারে দোকানিরা অনেক বেশি দাম হাঁকান। তাই কিছু কেনার আগে অবশ্যই যাচাই করে নিন। চাইলে কেনার আগে কিছু দোকান ঘুরে নিন। এতে দাম সম্পর্কে আপনি কিছুটা ধারণা পেয়ে যাবেন। এরপর পছন্দের জিনিসটি দরদাম করে কিনুন। তাহলে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা কমে যাবে।
পকেটমার ও ছিনতাইকারী থেকে সাবধান
শপিংমলে পকেটমার ও ছিনতাইকারীদের আনাগোনা অন্য সময় কম হলেও ঈদে তা বেড়ে যায়। তাই কেনাকাটা করতে গেলে ব্যাগ, মোবাইলফোন বা মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে হবে। এ সময় সঙ্গে বেশি ক্যাশ টাকা না রেখে অনলাইন লেনদেন করার চেষ্টা করুন।
অনলাইনে কেনাকাটা থেকে বিরত থাকুন
রোজায় স্বস্তি পেতে অনলাইনে কেনাকাটার বিকল্প নেই। তবে শেষ সময়ে অনলাইনে কেনাকাটা না করাই ভালো। কেননা এসময় পণ্য হাতে পেতে দেরি হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি পছন্দ না হলে রিটার্ন করে নতুন পোশাক নেওয়ার ক্ষেত্রেও ঝামেলা হতে পারে।
জেএস/এএসএম