রোজায় ঘরেই তৈরি করুন স্বাস্থ্যকর বেসন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ০১ মার্চ ২০২৫

বাঙালির ইফতারিতে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে বিভিন্ন ভাজাভুজি। যেমন-বেগুনি, আলুর চপ, ডিমের চপ, বুন্দিয়াসহ বিভিন্ন মুখরোচক চপ, পাকোড়া থাকে ইফতারের মেন্যুতে। বাইরের এসব ভাজাপোড়া খাবার অস্বাস্থ্যকরভাবে তৈরি করা হয় যা শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে।

ভাজাপোড়া খাবার ইফতারিতে খুব স্বাস্থ্যকর তা কিন্তু নয়, তবে ঘরে তৈরি করা খাবার বাইরের খাবারের তুলনায় শরীরের জন্য ক্ষতির পরিমাণ কম ঘটায়। এসব ভাজাভুজি খাবারের প্রধান উপকরণ হচ্ছে বেসন। বাজারের কেনা বেসনে ভেজাল থাকার কারণে যেমন স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। অন্যদিকে খেতেও খুব বেশি মজা হয় না।

বিজ্ঞাপন

চাইলে ঘরেই তৈরি করে নিতে পারবেন বেসন এবং পুরো রমজান সংরক্ষণ করে রাখতে পারবেন খুব সহজেই। আসুন দেখে নেওয়া যাক ঘরে খুব কম খরচে এবং কম উপকরণে বেসন তৈরি পদ্ধতি-

উপকরণ
১. ছোলার ডাল ১ কেজি
২. পোলাওয়ের চাল আধা কাপ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বেসন মিক্স তৈরির উপকরণ
১. মরিচ গুঁড়া ২ চা চামচ
২. হলুদ গুঁড়া দেড় চা চামচ
৩. ধনিয়া গুঁড়া ২ চা চামচ
৪. লবণ ২ চা চামচ
৫. বেকিং পাউডার ১ চা চামচ
৬. কালোজিরা ১ চা চামচ

পদ্ধতি
প্রথমে চুলায় একটি ননস্টিক প্যান দিয়ে তাতে ডাল এবং চাল দিয়ে দিন। মিডিয়াম হিটে হালকা ভেজে নিন। ডালে রং ধরার আগেই নামিয়ে একটি পাত্রে ছড়িয়ে রাখুন। যেন বেশি ভাজা না হয়ে যায়। এবার একটু ঠান্ডা হলেই মিক্সারে নিয়ে গুঁড়া করে নিন। একটি চালুনি দিয়ে চেলে নিন।

বেসনের সঙ্গে এবার মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, বেকিং পাউডার, কালোজিরা মিশিয়ে নিন। একটি এয়ারটাইট বক্স বা কন্টেইনারে ভরে সংরক্ষণ করুন। এটি আপনি ১ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চপ বা পাকোড়া বানানোর সময় স্বাদমতো লবণ, মরিচ যুক্ত করতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

আরও পড়ুন

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।