এসি তানজিল ও ওসি আবুল হাসানের বিষয়ে প্রতিবেদন ৬ এপ্রিলের মধ্যে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫
এসি তানজিল আহমেদ ও ওসি আবুল হাসান

এক শিক্ষার্থী ও এক তরুণ হত্যার ঘটনায় ওয়ারী জোনের এসি তানজিল আহমেদ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধে আগামী ৬ এপ্রিল তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ও মো. মিজানুল ইসলাম। এ সময় প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, ফারুক আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, এস এম মঈনুল করিম, মো. সাইমুম রেজা তালুকদার উপস্থিত ছিলেন।

এর আগে এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যার ঘটনায় ওয়ারী জোনের এসি তানজিল আহমেদকে ও তরুণ সাকিব হাসানকে হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সরকার গত বছরের ২০ জুলাই কারফিউ জারি করে। ওইদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চা পান করতে যান। ওই সময় কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। তখন ইকবাল হোসেন, শামীম ও তানজিল আহমেদের নির্দেশে জাকির হোসেন ও তার সঙ্গীরা বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি চালায়।

প্রাণভয়ে ছাত্র-ছাত্রীরা ছোটাছুটি করতে থাকেন। তাইম ও তার দুই বন্ধু লিটন চা দোকানের ভেতর ঢুকে শাটার নামিয়ে দেন। কিন্তু শাটারের নিচের দিকে একটু খোলা ছিল। সেখানে অবস্থানকারীদের পুলিশ টেনে বের করে। জাকির হোসেন গুলি থেকে বাঁচতে চাইলে দৌড় দিতে বলেন। তখন তাইম সবার আগে দৌড় দেন। জাকির তারপর গুলি করেন। তাইম ঘটনাস্থলে বিনা চিকিৎসায় মারা যান।

মামলা সূত্রে জানা যায়, শহীদ ইমাম হোসেন তাইমকে কাছ থেকে গুলি করার পর থানায় নিয়ে মুখমণ্ডল বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক এই পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্র বলছে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় গুলি করে মানুষ হত্যার অভিযোগে আবুল হাসানের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। গত বছরের ১৭ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার নয়াপাড়ার রোহিঙ্গাশিবির থেকে আবুল হাসানকে গ্রেফতার করা হয়।

এফএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।