এসি তানজিল ও ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৪ এএম, ৩০ জানুয়ারি ২০২৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাইম হত্যার ঘটনায় ওয়ারী জোনের এসি তানজিল আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে।

এছাড়া সাকিব হাসান নামের এক তরুণকে হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এসি তানজিল ও ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওয়ারী জোনের এসি তানজিল আহমেদ

পুলিশ সূত্র বলছে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় গুলি করে মানুষ হত্যার অভিযোগে আবুল হাসানের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। গত বছরের ১৭ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার নয়াপাড়ার রোহিঙ্গাশিবির থেকে আবুল হাসানকে গ্রেফতর করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সরকার গত বছরের ২০ জুলাই কারফিউ জারি করে। ওইদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চা পান করতে যান। ওই সময় কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। তখন ইকবাল হোসেন, শামীম ও তানজিল আহমেদের নির্দেশে জাকির হোসেন ও তার সঙ্গীরা বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি চালায়।

প্রাণভয়ে ছাত্র-ছাত্রীরা ছোটাছুটি করতে থাকেন। তাইম ও তার দুই বন্ধু লিটন চা দোকানের ভেতর ঢুকে শাটার নামিয়ে দেন। কিন্তু শাটারের নিচের দিকে একটু খোলা ছিল। সেখানে অবস্থানকারীদের পুলিশ টেনে বের করে। জাকির হোসেন গুলি থেকে বাঁচতে চাইলে দৌড় দিতে বলেন। তখন তাইম সবার আগে দৌড় দেন। জাকির তারপর গুলি করেন। তাইম ঘটনাস্থলে বিনা চিকিৎসায় মারা যান।

এফএইচ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।