আয়ানের মৃত্যু: ক্ষতিপূরণ বিষয়ে শুনানি ৫ মার্চ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫
শিশু আয়ান/ফাইল ছবি

সুন্নতে খতনা করাতে গিয়ে রাজধানী বাড্ডার সাতারকুল এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় দায়ী দুই চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি চান শিশুটির বাবা শামীম আহমেদ। একইসঙ্গে ৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি।

আয়ানের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত দ্বিতীয় তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর গতকাল ও আজ পরপর দুইদিন শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, শুনানিতে অনুমোদন ছাড়া রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। ওই হাসপাতালে সুন্নতে খতনার জন্য অতিরিক্ত অ্যানেস্থেসিয়া প্রয়োগে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক ও হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দেখে উচ্চ আদালত এ মন্তব্য করেন।

এফএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।