বিএনপির ২৯ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ১৮ মে ২০১৬
প্রতীকী ছবি

পল্টন থানার বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, জয়নাল আবদীন ফারুক, শিমুল বিশ্বাস, মীর শরাফত আলী শপু প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি মাসে পল্টন থানা এলাকায় নাশকাতার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলটি দায়ের করে। ২০১৬ সালের ৭ ফ্রেব্রুয়ারি বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব (বর্তমান মহাসচিব) মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

এ মামলায় বুধবার আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিন নিয়েছেন মির্জা ফখরুল, আমানুল্লাহ আমান, শামসুজ্জামান দুদুসহ বাকি নেতারা।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।