আইন উপদেষ্টার সঙ্গে বার কাউন্সিল নেতাদের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১০ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫

অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের নেতারা। সাক্ষাতে আইনজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে সচিবালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময়ে বার কাউন্সিল নেতাদের কথা শোনেন এবং আইনজীবীদের কল্যাণে তার মন্ত্রণালয়ের যা যা করণীয় তা করবেন বলে আশ্বস্ত করেন আইন উপদেষ্টা।

বিজ্ঞাপন

এসময় অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল), ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, ল’রিফর্ম কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, হাউস কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোহসীন মিয়া, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাইনুল আহসান, কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাকি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট শাহ এমডি খসরুজ্জামান, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান, অ্যাডভোকেট মো. আব্দুল মতিন ও বার কাউন্সিলের সচিব (জেলা জজ) মোহাম্মদ কামাল হোসেন সিকদার উপস্থিত ছিলেন।

এফএইচ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।