আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০২ জানুয়ারি ২০২৫
আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার/ফাইল ছবি

রাষ্ট্রীয় ব্যাংক জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এবং আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দারকে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মো. শাকিব নামে একজনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় এ নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

অন্যদিকে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজামান তার রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে একদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে ২৫ ডিসেম্বর দিবাগত রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। পরের দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাদী জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের উল্টা পার্শ্বে হিসাব ভবনের পেছনে রাস্তায় মিছিল করছিলেন। এ সময় আসামিরা বেআইনি জনতাবদ্ধে লাঠি, দেশি ও বিদেশি অস্ত্রসহ আন্দোলনকে নস্যাৎ করার জন্য শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপরে লাঠিপেটা ও হত্যার উদ্দেশ্যে মারপিট করে।

এ সময় বাদী আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন বাদীর দলীয় নেতাকর্মীরা ও ছাত্রজনতা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় ১১ ডিসেম্বর বাদী মো. শাকিব রমনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৬ জনকে আসামি করেন।

এমএএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।