স্ত্রীসহ সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের ৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহিন আকতারের নামে থাকা ৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক মর্তুজা আল মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
হিসাব অবরুদ্ধের আবেদনে বলা হয়, মোস্তাফিজুরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপ-পরিচালক মর্তুজা আল মামুন (দলনেতা), সহকারী পরিচালক ফয়সাল কাদের, উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। বর্তমানে অভিযোগটির অনুসন্ধান কার্য শেষ পর্যায়ে রয়েছে।
গোপন সূত্রে জানা গেছে, সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী শাহিন আকতার পলাতক অবস্থায় তাদের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। তাদের নিজ নিজ নামে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত অস্থাবর সম্পদ যাতে উত্তোলন, স্থানান্তর হস্তান্তর করতে না পারে সেজন্য দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ বিধিমতে ৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
এদিকে ৪ ব্যাংক হিসাবের মধ্যে মোস্তাফিজুর রহমান চৌধুরীর নামে মতিঝিল শাখায় মধুমতি ব্যাংকের সঞ্চয়ী হিসাবে ৪২ লাখ ২ হাজার ৪৮৩ টাকা ও খাতুনগঞ্জ শাখায় মার্কেন্টাইল ব্যাংকে ৩৯ লাখ ১৭ হাজার ২১২ টাকা অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া মোস্তাফিজুরের স্ত্রী শাহিন আকতারের নামে মতিঝিল শাখায় মধুমতি ব্যাংক হিসাবে ৩২ লাখ ১৯ ৮৪৫ টাকা ও এবি ব্যাংক হিসাবে ২৭ লাখ ৫৬ হাজার ১৪৫ টাকা অবরুদ্ধ করা হয়েছে।
এমএএস/এমআইএইচএস