নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০১ জানুয়ারি ২০২৫

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ তার স্ত্রী নাসরিন ইসলাম, মেয়ে আনিকা ইসলাম ও ছেলে ওয়ালিদ ইবনে ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বুধবার (১ জানুয়ারি) শুনানি নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ বিষয়ে বলেন, তাদের বিরুদ্ধে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। দুদকের উপ-পরিচালক সালাউদ্দিন এ আবেদনটি করেন। আবেদনের ওপর শুনানি করেন দুদকের আইনজীবী রেজাউল করিম।

আবেদনে বলা হয়, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ অন্যান্যদের বিরুদ্ধে মানিলন্ডারিং ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য চার সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্টী জনাব নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাসরিন ইসলাম, তার মেয়ে আনিকা ইসলাম ও ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম গোপনে দেশ ত্যাগের চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায় উক্ত ব্যক্তিরা দেশ ত্যাগ করলে সার্বিক অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে বলে প্রতীয়মান হয়।

এমতাবস্থায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায় দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য বর্ণিত ব্যক্তিদের বিদেশ গমন রহিত করণ প্রয়োজন।

এমএএস/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।