জনতা-অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মো. সাকিব নামে একজনকে হত্যাচেষ্টার অভিযোগে রমনা মডেল থানার মামলায় রাষ্ট্রীয় ব্যাংক জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাকে গ্রেফতার করে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আরও পড়ুন
এসময় আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল জামিন চেয়ে বলেন, বলরাম পোদ্দার একজন আইনজীবী। তিনি নিয়মিত ঢাকা কোর্টে কাজ করেন। তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাই তদন্ত কর্মকর্তাও তার রিমান্ড চাননি। তাকে জামিন দিলে পলাতক হবেন না। দরকার হলে ১০ জন আইনজীবী তার জিম্মাদার হয়ে থাকব আমরা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। তিনি আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাদী জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের উলটো পার্শ্বে হিসাব ভবনের পেছনে রাস্তায় মিছিল করছিলেন। এসময় আসামিরা বেআইনি জনতাবদ্ধে দা লাঠি দেশি ও বিদেশি অস্ত্রসহ আন্দোলনকে নস্যাৎ করার জন্য শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপরে লাঠিপেটা ও হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এসময় বাদী আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন বাদীর দলীয় নেতাকর্মীরা ও ছাত্রজনতা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ ঘটনায় বাদী মো. সাকিব রমনা থানায় একটি মামলা দায়ের করেন।
এমএএস/এমআইএইচএস