সাবেক এমপি লতিফ আরও দুইদিনের রিমান্ডে
চট্টগ্রাম-১১ (বন্দর পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের আরও দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা, মারধর ও আহতের ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় করা মামলায় তিনি গ্রেফতার রয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আগেও অন্য মামলায় রিমান্ডে ছিলেন তিনি।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, কোতোয়ালি থানার এক মামলায় এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
- আরও পড়ুন
- উত্তরা ও তুরাগ এলাকায় অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
- গঠন হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’
রিমান্ডের আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, নগরীর নিউমার্কেট এলাকায় ছাত্র–জনতার আন্দোলনে আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা, হকিস্টিক নিয়ে হামলা চালানো হয়। এসব ঘটনার নির্দেশদাতা ছিলেন এম এ লতিফ। ঘটনার সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া ঘটনায় জড়িত বাকি আসামিদের শনাক্ত করা দরকার।
গত ৪ আগস্ট চট্টগ্রাম নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা হয়। ওই হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। গত ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ছাত্র আন্দোলনে হত্যা ও হামলার কয়েকটি মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।
এমডিআইএইচ/কেএসআর/জিকেএস