জামিন নামঞ্জুর, কারাগারে মডেল মিষ্টিসহ ২ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে ওয়েলন্ডিং শ্রমিক হুমায়ুন কবির হত্যাচেষ্টা মামলায় ‘বঙ্গমাতা সাংস্কৃতিক জোট’ নামক সংগঠনের নেত্রী এবং নায়িকা, মডেল মিষ্টি সুভাষ ও নিলুফা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দীন হোসাইন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক আব্দুল করিম তাদের কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। এরপর পুলিশ হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখায়।

মামলার সূত্রে জানা যায়, ৪ আগস্ট ধানমন্ডি ৩ নং রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে অংশ নেন হুমায়ুন কবির। এরপর দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আক্রমণে পেটে বামপাশে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত ২৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনকে আসামি করে রাজধানীর ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

জেএ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।