শমী কায়সারের জামিন চেম্বারে স্থগিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টা মামলার আসামি অভিনেত্রী শমী কায়সারকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি ৬ জানুয়ারি শুনানির জন্য ধার্য করা হয়েছে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত জামিন স্থগিত করে আদেশ দেন। আদালতে আজ শমী কায়সারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম।
এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) অভিনেত্রী শমী কায়সারকে ৩ মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার
গত ৯ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সংগীতভিত্তিক টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস ও অভিনেত্রী শমী কায়সারকে রিমান্ড শেষে কারাগারে পাঠান আদালত
শমী কায়সারকে ৫ নভেম্বর দিনগত রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। পরদিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।
এফএইচ/এমএইচআর/জিকেএস