মাছ ব্যবসায়ীকে হত্যাচেষ্টায় শেখ হাসিনাসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ইমরান হোসেন নামে এক মাছ ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করা হয়। পরে আদালত বাদীর জবানবন্দি নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ১২ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আমির হোসেন আমু, শ. ম. রেজাউল করিম, নজিবুল বশর মাইজভান্ডারী, আলহাজ মশিউর রহমান মোল্লা সজল, হারুনুর রশিদ মুন্না, মনিরুল ইসলাম মুন প্রমুখ।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে গুলিবিদ্ধ হন ইমরান হোসেন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি মামলাটি করেন। আসামিদের নির্দেশেই তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।

জেএ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।