আইনজীবী হত্যা: চট্টগ্রামে আদালতে আজও চলছে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৮ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করছে জেলা আইনজীবী সমিতি। আইনজীবীদের কর্মসূচির কারণে আজ বৃহস্পতিবার চট্টগ্রামে আদালতে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, আমাদের সহকর্মীকে ইসকন সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এর প্রতিবাদে আজ দ্বিতীয় দিনেও কর্মবিরতির চলছে। পাশাপাশি আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করবে জেলা আইনজীবী সমিতি।

আইনজীবী, আদালত, চট্টগ্রাম, হত্যাকাণ্ডআইনজীবী হত্যা: চট্টগ্রামে আদালতে আজও চলছে কর্মবিরতি

এর আগে বুধবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আদালত বর্জনে সিদ্ধান্তের কথা জানানো হয়।

একই সঙ্গে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালোব্যাজ ধারণ, আইনজীবী আলিফের আত্মার মাগফিরাত কামনা করে আজ বাদ জোহর কোর্ট হিল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে আইনজীবী সমিতি।

এএজেড/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।