দুই মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশিট দাখিল


প্রকাশিত: ১২:০৬ পিএম, ১১ মে ২০১৬
ফাইল ছবি

রাজধানীর দারুসসালাম থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছেন পুলিশ।

বুধবার ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দারুসসালাম থানার জিআর শাখায় দুইটি অভিযোগপত্র দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা।

দারুসসালাম থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সাবেক যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৭ জনকে আসামি করে হয়েছে।

২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির হরতাল অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে দারুসসালাম থানার পুলিশ এ মামলাটি দায়ের করে।

অপরদিকে, বিশেস ক্ষমতা আইনের দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সাবেক যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৪ জনকে আসামি করা হয়েছে। ২০১৫ সালের ৩ মার্চ নাশকতার অভিযোগে দারুসসালাম থানার উপ-পরিদর্শক শাহ আলম বাদী হয়ে মামলাটি করেন।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।