তদন্ত সাপেক্ষে ছুটিতে থাকা ১২ বিচারপতিকে বেঞ্চ দিতে আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১৩ নভেম্বর ২০২৪
ফাইল ছবি

চায়ের দাওয়াতের পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে ছুটিতে পাঠানো ১২ জন বিচারপতির বিষয়ে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে বিচারককার্যে অংশ নেওয়ার জন্য উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ বণ্টন করে দিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বরাবরে আবেদন করেছেন এক আইনজীবী।

বুধবার (১৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনির উদ্দিন এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে,গত ১৭ অক্টোবর বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পারি যে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১২ (বার) জন বিচারপতি বেঞ্চ পাচ্ছেন না। গত ২০ অক্টোবর দৈনিককার্য তালিকায় ১২ (বার) জন বিচারপতিকে বিচারকার্য পরিচালনা করার জন্য কোনো বেঞ্চ দেওয়া হয়নি। যেসব বিচারপতিকে বেঞ্চ দেওয়া হয়নি তাদের মধ্যে ২০২৩ সালে নিয়োগপ্রাপ্ত বিচারপতিও রয়েছেন।

আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, স্কাইপি কেলেঙ্কারি এবং কোটার জাজমেন্ট সম্পর্ককে যতটুকু জানতে পেরেছি তাতে বিচারপতিরা কোনো অপকর্মে জড়িত ছিল না। তাদের দিয়ে ফ্যাসিস্ট সরকার শপথ ভঙ্গ করিয়েছে এবং দলীয় প্রভাব খাটিয়ে বিতর্কিত করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি মানবতাবিরোধী অপরাধের মামলার এবং কোটার জাজমেন্ট যথাক্রমে বিদেশে বসে এবং গুলিস্তানে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে লেখা হয়েছে এবং পরে বিচারপতিদের দিয়ে আদালতের মাধ্যমে ঘোষণা করানো হয়েছে। তাদের দিয়ে জোর করে শপথ ভঙ্গ করানো হয়েছে।

উল্লেখ্য যে বিচারক সংকটে বিচারব্যবস্থা প্রায় স্থবির হয়ে আছে। এখন যদি বিচারপতিদের ছুটিতে বসিয়ে রাখা হয়, তাহলে বিচারব্যবস্থা আরও স্থবির হয়ে পড়বে এবং রাষ্ট্রের অর্থের অপচয় হবে। অতএব, ১২ বিচারপতিকে বেঞ্চ দিয়ে বিচারকার্য ত্বরান্বিত করতে মহাশয়ের যেন মর্জি হয়।

এফএইচ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।