যুবদল নেতা হত্যা: রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শেখ জামাল
![যুবদল নেতা হত্যা: রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শেখ জামাল](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/jamal-20241105163833.jpg)
যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ জামালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুই দিনের রিমান্ড শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যার আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৩ অক্টোবর দিনগত রাত ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে শেখ জামালকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। পরদিন ২৪ অক্টোবর তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস তার সাতদিনের রিমান্ড আবেদন করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন
একই সঙ্গে রিমান্ডের বিষয়ে শুনানির জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করেন আদালত। গত ৩০ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় মহাসমাবেশ ডাকে। ওই মহাসমাবেশ পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। এরপর বিএনপির মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
জেএ/কেএসআর/এমএস