হাবের সাধারণ সভা স্থগিত করেছেন চেম্বার জজ আদালত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৮ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

হজ এজেন্সিজ অব বাংলাদেশ হাবের সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) এই সাধারণ সভা হওয়ার কথা ছিল। এক আদেশের ফলে এই সাধারণ সভা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এক আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৮ অক্টোবর) এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি জানান, মঙ্গলবার হাব এর সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রশাসক নিয়োগ করে হাবের কার্যক্রম পরিচালনা করে আসছিল। এর মধ্যে আগের কমিটি এসে মঙ্গলবার সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন। বিষয়টি আমলে নিয়ে আমরা সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে আবেদন করেছি। ওই আবেদনের শুনানি নিয়ে হাবের এজিএম স্থগিত করেছেন। সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে শুনানির দিন ঠিক করেছেন চেম্বার আদালত।

এফএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।