ইলিশের দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে রুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২১ এএম, ২৮ অক্টোবর ২০২৪

ইলিশ মাছের অবৈধ মজুত ও সিন্ডিকেটের কারণে বাড়তি দাম নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে সিন্ডিকেটের সঙ্গে জড়িতের বিষয়ে কেন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ এবং ইলিশ মাছের দাম নিয়ন্ত্রণে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, রুলে তা-ও জানতে চেয়েছেন আদালত।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২৭ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশে দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী শেখ রফিকুল ইসলাম। আদেশের বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন।

এর আগে ইলিশের মজুত ও সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রফিকুল ইসলাম এই রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।

এফএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।