তাঁতীবাজার পূজামণ্ডপের কাছে ছিনতাই: তিন আসামি কারাগারে
রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপের কাছে ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় তিন আসামিকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।
রিমান্ড শেষে সোমবার (১৪ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রোববার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার রাতে (১১ অক্টোবর) তাঁতীবাজারে একটি পূজামণ্ডপের কাছে অজ্ঞাতপরিচয় এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করা হয়। পরে ছিনতাইকারীরা কৌশলে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা আসামিদের আটক করে। এসময় তাদের কাছ থেকে তরল পদার্থ ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়।
এ ঘটনায় শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুশদ হাসান বাদী হয়ে একটি মামলাটি করেন।
জেএ/এমএএইচ/জেআইএম