তাঁতীবাজার পূজামণ্ডপের কাছে ছিনতাই: গ্রেফতার তিন আসামি রিমান্ডে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৪

রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপের কাছে ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।

রোববার (১৩ অক্টোবর) তিন আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের তিনদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এস আই শিব্বির আহম্মেদ।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাতে (১১ অক্টোবর) তাঁতীবাজারে একটি পূজামণ্ডপের কাছে অজ্ঞাতপরিচয় এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করা হয়। পরে ছিনতাইকারীরা কৌশলে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা আসামিদের আটক করে। এসময় তাদের কাছ থেকে তরল পদার্থ ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়।

এ ঘটনায় শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুশদ হাসান বাদী হয়ে একটি মামলাটি করেন।

জেএ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।