হত্যার ৫ বছর

অবকাশের পর হাইকোর্টে নিষ্পত্তি হতে পারে আবরার ফাহাদ হত্যা মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৭ এএম, ০৭ অক্টোবর ২০২৪
আবরার ফাহাদ, ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ডাদেশের ওপর ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল হাইকোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টের অবকাশ শেষে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।

রাষ্ট্রপক্ষ বলছে, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে এ মামলার নিষ্পত্তির জন্য উদ্যোগ নেওয়া হবে।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। মাত্র ৩৭ দিনে তদন্ত শেষ করে একই বছরের ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।

বিচার শেষে ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণা করেন। আবরার হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ হলে তা অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠাতে হয়।

সে অনুসারে মামলার যাবতীয় কার্যক্রম (ডেথ রেফারেন্স) ২০২২ সালের ৬ জানুয়ারি পাঠানো হয়। পাশাপাশি কারাবান্দি আসামিরা আপিল করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক জাগো নিউজকে বলেন, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে এ মামলার বিষয়ে উদ্যোগ নেবেন।

এফএইচ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।