হত্যাচেষ্টা মামলায় মাহবুব আরা গিনির ১০ দিনের রিমান্ড আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১১ পিএম, ০১ অক্টোবর ২০২৪
মাহবুব আরা বেগম গিনি/ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবিউসসানি শিপু হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহবুব আরা বেগম গিনির ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) তাকে ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর মজিবর রহমান ভূইয়া তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। ঢাকার সিনয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া সুলতানার আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে মাহবুব আরা বেগমকে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়।

গত ৪ আগস্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় গুলিতে রবিউসসানি শিপু আহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা শেষে গত ১১ সেপ্টেম্বর সাবেক শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন শিপু।

জেএ/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।