সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলায় দুই পুলিশ সদস্য রিমান্ডে
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে করা মামলায় গ্রেফতার দুই পুলিশ সদস্যকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তারা হলেন পুলিশ কনেস্টবল শোয়াইবুর রহমান জয় ও সজীব সরকার।
সোমবার (১৬ সেপ্টেম্বর) তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খায়রুল ইসলাম তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
- আরও পড়ুন
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন হত্যা মামলা
- পুলিশ কর্মকর্তার ছেলে খুন: এসআই শাহাদাৎ রিমান্ডে
- হোটেলকর্মী সিয়াম হত্যা: কারাগারে আসাদুজ্জামান নূর-মাহবুব আলী
এর আগে সকালে তাদের নামে মামলা করেন শাহজাহানপুর থানার এসআই অমিত হাসান মাহমুদ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শোয়াইবুর রহমান ও সজীব সরকার গত ৬ আগস্ট সকাল থেকে ১৫ সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত বিভিন্ন সময় তাদের ফেসবুক আইডি ও লিংক ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টসহ জনসাধারণের সেবা বাধাগ্রস্ত এবং বিনষ্ট করার জন্য উসকানিমূলক বার্তা পোস্ট করেছেন।
জেএ/বিএ/এএসএম