বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গুলিতে হতাহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে: চিফ প্রসিকিউটর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে হতাহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরই মধ্যে তথ্য চেয়ে সারাদেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল, কবরস্থান এবং জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, তদন্তের অংশ হিসেবে দেশের সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কাছে তথ্য ও ভিডিও ফুটেজ চেয়েও চিঠি দেওয়া হয়েছে।

গুলিতে হতাহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে: চিফ প্রসিকিউটর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে রোববার চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তাজুল ইসলাম জানান, জুলাই ও আগস্টে সংঘঠিত গণহত্যার সব আলামত সংগ্রহ করা, এখন তাদের প্রধান চ্যালেঞ্জ।

এফএইচ/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।