আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

এমন বিচার হবে যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়: তাজুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৪
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার সব আলামত সংগ্রহ করাই এখন মূল কাজ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তদন্তকালে প্রসিকিউশন টিম আসামিদের গ্রেফতার চাইবে বলেও জানান তিনি।

গণহত্যায় জড়িত সবাইকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে জানিয়ে এ আইনজীবী বলেন, এমন বিচার হবে যাতে সব পক্ষের কাছে তা গ্রহণযোগ্য হয়।

বিজ্ঞাপন

রোববার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাজুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে। গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনা। চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।

এর আগে এদিন দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামসহ ৫ প্রসিকিউটর যোগদান করেন।

এফএইচ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।