অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি রেজাউল হক
৮ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীণ চেম্বার জজ হিসেবে মনোনীত হয়েছেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক। এ বিষয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ৮ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন জজ হিসেবে বিচারপতি মো. রেজাউল হককে মনোনীত করেছেন।
বিচারপতি মো. রেজাউল হক ৯, ১১, ১২, ১৮, ১৯, ২৩, ২৪ ও ৩০ সেপ্টেম্বর এবং ২, ৭, ৮, ১৬ ও ১৭ অক্টোবর অবকাশকালীন জজ হিসেবে বেলা ১১টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
এফএইচ/এসএনআর/জিকেএস